নিজস্ব প্রতিবেদন:  পঞ্চায়েত ভোটে বিজেপিকেই যে তিনি প্রতিপক্ষ হিসাবে দেখছেন তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। হিন্দুত্বের অস্ত্রেই পাল্টা আক্রমণে বিজেপি-র পালের হাওয়া কাড়ার চেষ্টা করলেন তিনি। আর দলীয় কর্মীদের নির্দেশ দিলেন, রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করেই গেরুয়া শিবিরের মোকাবিলা করতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'ডেস্টিনেশন বেঙ্গল-ডেস্টিনেশন হিল', দেশজুড়ে শৈলসুন্দরীর প্রচার করবে রাজ্য


আলিপুরদুয়ারের শেষ প্রান্ত কুমারগ্রামে মুখ্যমন্ত্রীর ভাষণের এটাই মূল সুর। পৌনে একঘণ্টা বক্তৃতার অধিকাংশেই বিজেপিকে কড়া আক্রমণ। সোমবার বোলপুরে অনুব্রত মণ্ডলের উদ্যোগে হয় পুরোহিত সম্মেলন। এ দিন, উত্তরবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ও বোঝাতে চাইলেন, হিন্দুত্বের ঠিকাদারি বিজেপির একার নয়।


পালাবদলের পর বামেদের ঘাঁটি উত্তরবঙ্গে ঘাসফুলের জমি ক্রমশ শক্ত হয়। সেখানেই এখন আবার মাথা তুলতে শুরু করেছে পদ্মফুল।


আরও পড়ুন: ঝোপের ভিতর উঁকি দিতেই ঘাড়ের ওপর চিতাবাঘ, হলদিবাড়িতে শোরগোল


হিন্দুত্বের তাস কেড়ে নেওয়ার চেষ্টার সঙ্গেই উন্নয়নের অস্ত্রে গেরুয়া শিবিরের মোকাবিলা করার কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। গত ছ-বছরে রাজ্যে উন্নয়নের খতিয়ান দিয়ে, কর্মীদের বিজেপিকে রোখার কৌশল বাতলে দিলেন তিনি। পঞ্চায়েত ভোটে বিজেপির টার্গেটে উত্তরবঙ্গ। আলিপুরদুয়ারের প্রশাসনিক জনসভায় দলীয় কর্মীদের এ নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন, এখন থেকেই মাঠে নামতে হবে। গেরুয়া শিবিরের মোকাবিলায় এক চুলও খামতি রাখা যাবে না।