নিজস্ব প্রতিবেদন: পরনে নীল পাড় সাদা শাড়ি। দুর্গা প্রতিমার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদল। দশ হাতে কোনও অস্ত্র নেই। ২ হাতে ধরে রেখেছেন গণেশকে। মুখ্যমন্ত্রীকে কেন দেবীর আসনে বসানো হল? বিতর্কে জাগরণ ক্লাব। গণেশ চতুর্থীতে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে মালদহে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুজোর আর বেশি দুরে নেই। গণেশ আরাধনাকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের আমেজ রাজ্যে। মালদহের হরিশ্চন্দ্রপুরের জাগরণ ক্লাবে পুজোর উদ্বোধন করেছেন জেলার তৃণমূল নেতারাই। এখাকার মূর্তিটিও অভিনব। মমতারূপী দুর্গা কোলে গণেশ। অস্ত্র নয়,  দেবীর বাকি আট হাতে আবার রাজ্য়ের সরকারের বিভিন্ন প্রকল্পের নাম। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সমব্যথীর প্রকল্প নাম ঝুলছে দুর্গার হাতে!  কেন এভাবে গণেশ চতুর্থী পালন? ক্লাবের তরফে জানানো হয়েছে, গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের দশভুজা দুর্গার মতো রক্ষা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা। একাধিক জনকল্যাণকর প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষকে সাহায্য করেছে সরকার। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও।  দলের জেলা সম্পাদক কিষান কেডিয়ার মতে, 'দেবী দুর্গার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করাটা ঠিক হয়নি। এটা হয়তো মুখ্যমন্ত্রীও সমর্থন করবেন না। বিষয়টি ভাল চোখে দেখছেন না সাধারণ মানুষ। আসন্ন পঞ্চায়েত ভোটে তাঁরা এর জবাব দেবেন'।


 



আরও পড়ুন: Black Panther: নেওড়া ভ্যালির ১১ হাজার ফুট উুঁচুতে ক্যামেরায় ধরা দিল ব্ল্যাক প্যান্থার


কলকাতায়ও এবার পুজোয় দেখা যাবে মুখ্যমন্ত্রীর আদলে দুর্গা প্রতিমা। বাগুইআটির  নজরুল পার্ক উন্নয়ন সমিতি থিম 'তুমিই ভরসা'। মণ্ডপও তৈরি করা হবে 'লক্ষ্মীর ভাণ্ডার'-র আদলে। তা নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। মুখ্যমন্ত্রীকে দেবী আসনে বসানোর বিরোধিতায় সুর চড়িয়েছে বিজেপি ও বামেরা।  


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)