Mamata Banerjee In North Bengal: জেলার হাজার পরিবারের পরিশ্রমের ফসল, মুখ্যমন্ত্রীর হাত ধরে বাজারে এল `ডুয়ার্স হানি`
জেলা প্রশাসনের আশা, বছরে মোট ১০ হাজার কেজি মধু উত্পাদন করা যাবে
নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গের বক্সা, জলদাপাড়ার বনবাসী ও আদিবাসী মানুষজনের সামনে আয়ের একটি রাস্তা খুলে দিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে বাজারে এল 'ডুয়ার্স হানি' বা 'ডুয়ার্স মধু'। এই মধু উত্পাদন করছেন এলাকারই আদিবাসী মানুষজন।
বুধবার হাসিমারায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ওই অনুষ্ঠানেই ওই 'ডুয়ার্স হানি' বাজারে এল মুখ্যমন্ত্রীর হাত ধরে। এর প্রথম প্যাকেটটি জেলা প্রশাসনের তরফে উপহার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে।
জেলা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে ওই 'ডুয়ার্স হানি' তৈরির সঙ্গে জড়িত ১ হাজার পরিবার। জেলা প্রশাসনের আশা, বছরে মোট ১০ হাজার কেজি মধু উত্পাদন করা যাবে। মৌমাছি পালনের একটি উল্লেখযোগ্য দিকও রয়েছে। এতে এলাকার মানুষজনের সঙ্গে বন্য পশুদের সংঘাত কিছুটা কমে। ডুয়ার্স হানি-র বাজারে এনেছে স্থানীয় চাষিদের সমবায়, ডুয়ার্স হানি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড।
আরও পড়ুন-চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল