নারায়ণ সিংহ রায়: দার্জিলিং চিড়িয়াখানার বন্য প্রাণীদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে রিচমন্ড হিল থেকে বেরিয়ে পাহাড়ের পথে হাঁটতে বের হন তিনি ৷ সোজা দার্জিলিং চিড়িয়াখানার সামনে পৌঁছে, প্রথমেই স্নো লেপার্ডের দুই সদ্যোজাতের নামকরণ করেন তিনি। সদ্যোজাতদের নাম রাখা হয় চার্মিং ও ডার্লিং। রাহালা এবং নাকা নামে যে দুটি তুষারচিতা রয়েছে, বুধবার তাদের দুই সন্তানের নাম রাখলেন মমতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Kumargunj: জমির রেকর্ড পরিবর্তন করছেন তৃণমূল অঞ্চল সভাপতি? ভাইরাল ভয়েস রেকর্ড ঘিরে তোলপাড়!


সম্প্রতি চারটে রেড পান্ডার জন্ম হয়েছে এই চিড়িয়াখানায়। চারটের নাম রাখেন মুখ্যমন্ত্রী। নাম রাখা হয় -পাহাড়িয়া, ভিক্টোরি, ড্রিম ও হিলি। রেড পান্ডা প্রজজনে গোটা বিশ্বের কাছে নাম করেছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা। দুটি শাবকের জন্মের ফলে চিড়িয়াখানায় তুষারচিতার সংখ্যা বেড়ে ১১ হয়েছে। আর নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে লাল পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ১৯টি। 


এরপর সেখান থেকে বেরিয়ে চিড়িয়াখানা সংলগ্ন এলাকার দোকানীদের খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি মঙ্গলবার সকালের মতো আজও একইভাবে দার্জিলিং শহরের বিভিন্ন রাস্তায় মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। শেষে দার্জিলিং গভর্নর হাউজের সামনে একটি চায়ের দোকানে চা খেতে বসেন ও সকলের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে সেখান থেকে হাঁটা পথেই তিনি রিচমন্ড হিলে চলে যান। পাহাড়ে এসে সেখানেই রয়েছেন তিনি। বিকেল তিনটের সময় আজ দার্জিলিংয়ের ম্যালে সারস মেলার উদ্বোধন করতে আসবেন তিনি।



আরও পড়ুন, Bhatpara Shoot out: ভাটপাড়ায় চায়ের দোকানে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, বোমাবাজি করে চম্পট দিল দুষ্কৃতীরা


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)