Coal Smuggling Case: গ্রেফতার ইসিএল কর্তা এবং সিআইএসএফ ইন্সপেক্টর, চারদিনের হেফজতের নির্দেশ আদালতের
কয়লাকাণ্ডে যুক্ত থাকায় বৃহস্পতিবার সিবিআই গ্রেফতার করে ইসিএলের প্রাক্তন ভারপ্রাপ্ত সিএমডি সুনীল কুমার ঝা ও প্রাক্তন সিআইএসএফ ইন্সপেক্টর অনন্ত কুমার সিংহকে। শুক্রবার ধৃতদের আসানসোল বিশেষ সিবিআই আদালতে আনা হয়। কলকাতার নিজাম প্যালেস থেকে ধৃতদের সকাল ৮.৪৫ মিনিট নাগাদ আসানসোলে আনা হয়।
বাসুদেব চট্টোপাধ্যায়: কয়লা কাণ্ডে ধৃত প্রাক্তন ভারপ্রাপ্ত সিএমডি সুনীল কুমার ঝা ও প্রাক্তন সিআইএসএফ ইন্সপেক্টর অনন্ত কুমার সিংকে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।
কয়লাকাণ্ডে যুক্ত থাকায় বৃহস্পতিবার সিবিআই গ্রেফতার করে ইসিএলের প্রাক্তন ভারপ্রাপ্ত সিএমডি সুনীল কুমার ঝা ও প্রাক্তন সিআইএসএফ ইন্সপেক্টর অনন্ত কুমার সিংহকে। শুক্রবার ধৃতদের আসানসোল বিশেষ সিবিআই আদালতে আনা হয়। কলকাতার নিজাম প্যালেস থেকে ধৃতদের সকাল ৮.৪৫ মিনিট নাগাদ আসানসোলে আনা হয়।
এই প্রথম ইসিএলের সব থেকে বড় আধিকারিককে গ্রেফতার করা হল। পাশাপাশি সিআইএসএফ বাহিনীরও একজন ইন্সপেক্টর এই প্রথম গ্রেফতার হল। এর আগে ইসিএলের ৮ অধিকারিক ও নিরাপত্তা আধিকারিক গ্রেফতার হয়েছিলেন। কিন্তু তাঁরা ছিলেন জিএম পদ মর্যাদার আধিকারিক।
সুনীল কুমার ঝা ইসিএলের ডাইরেক্টর অপারেশন ছিলেন। ২০১৮ সালে কয়েক মাসের জন্য সুনীল কুমার ঝা ইসিএলের ভারপ্রাপ্ত সিএমডি ছিলেন। সিআইএসএফ ইন্সপেক্টর অনন্ত কুমার সিংহ ওই সময় সিআইএসএফ-এর আসানসোলের শীতলপুরে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: Baruipur: মেলেনি পণ-যৌতুক, ফাঁকা বাড়িতে নাবালিকা বউমার সঙ্গে জোর করে যৌনতা শ্বশুরের!
বেআইনি কয়লা কারবারের লিঙ্কম্যান ছিলেন অনন্ত কুমার সিংহ । অভিযোগ ওই সময় বেআইনি কয়লা কারবারি, কোল কিং অনুপ মাজি ওরফে লালার কাছে বিপুল পরিমানের আর্থিক সুবিধা পেয়েছিলেন ওই দুজন।
এর আগে ইসিএলের টাস্ক ফোর্স অফিসার ও ইসিএলের নিজস্ব সিকিউরিটি অফিসার গ্রেফতার হয়েছেন। ১৪০ দিন জেলে থাকার পর ধৃত ৮ ইসিএল আধিকারিক এখন জামিনে মুক্ত আছেন। ধৃত কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল, নারায়ণ খড়কা, নিরোদ মণ্ডল, গুরুপদ মাজি ও বিকাশ মিশ্ররা গ্রেফতারের পর জেলে ছিল। এখন হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত।
আরও পড়ুন: Raju Jha: রাজু ঝা খুনের মামলায় নাটকীয় মোড়! গোপন জবানবন্দিতে 'গুরুত্বপূর্ণ' তথ্য স্ত্রীর
লালার সাগরেদ কোল মাফিয়া রত্নেস ভর্মা দুই বছর পলাতক থাকার পর আত্মসমর্পন করেছিলেন। এখন তিনি আসানসোল জেলে আছেন ১০০ দিন ধরে। অনুপ মাজি ওরফে লালা সুপ্রিম কোর্টের রক্ষা কবচে রয়েছে। কয়লা কাণ্ডে ইসিএল মোট ৪৩ জনের নামে চার্জশিট পেশ করেছিল।
ধৃত সুনীল ঝা ও অনন্ত কুমার সিংহকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছে। সিবিআই ধৃতদের ৪ দিনের জন্য নিজেদের হেপাজতে চায়। বিচারক দুই পক্ষের কথা শুনে ৪ দিনের হেফাজতের নির্দেশ দেন।