নিজস্ব প্রতিবেদন: কয়লা পাচারকাণ্ডে এবার চাপ বাড়ল রাজ্য পুলিসের উপরে। ডিরেক্টর সিকিউরিটি জ্ঞানবন্ত সিংকে কয়লাকাণ্ডের তদন্তে তলব করল সিবিআই।  এনিয়ে চিঠি দেওয়া হল ডিজিকে। আগামী ৪ মে জ্ঞানবন্ত সিংকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Oxygen প্ল্যান্ট স্থাপনে উদ্যোগী Adhir Ranjan Chowdhury, জেলাশাসককে চিঠি


উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডের তদন্তে গত ১২ এপ্রিল বাঁকুড়ার পুলিস সুপার কোটেশ্বর রাওকে তলব করে সিবিআইJ কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, কয়লাকাণ্ডে অভিযুক্তদের বাড়িতে তল্লাসি চালিয়ে যেসব নথি পাওয়া গিয়েছে সেখানে কোটেশ্বর রাওয়ের নাম পাওয়া গিয়েছে। 


সিবিআই আগেই জানিয়েছিল, কয়লা-কাণ্ডের(Coal Smuggling) শিকড় অনেক গভীরে। তদন্ত করতে গিয়ে যাঁদের নাম সামনে আসছে, তাঁদের একটি তালিকা বানিয়েছে সিবিআই। সেই তালিকা অনুযায়ী, পুলিস আধিকারিকদের ডেকে পাঠানো হচ্ছে ও জেরা চলছে।


আরও পড়ুন-হুঁশ নেই মানুষের, সকাল ১০টার পরই বাজারে আসা মানুষজনকে লাঠি হাতে সরাল পুলিস


কয়লা-কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা(Lala) ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার(CBI) কাছে আত্মসমর্পণ করেছে। তাঁকে বেশ কয়েকবার বার জেরাও করেছেন গোয়েন্দারা। সূত্রের খবর, জেরা করা হলেও সন্তুষ্ট নন কেন্দ্রীয় গোয়েন্দারা।