Coal Smuggling: আটক অবৈধ কয়লা বোঝাই ট্রাক, গ্রেফতার এক
কোথা থেকে ট্রাক ভর্তি এই বিপুল পরিমাণ অবৈধ কয়লা আসছিল এবং কোথায় তা পাচার হচ্ছিল বা পাচার চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিস। আর সেই কারণেই অভিযুক্তকে ৬ দিনের নিজেদের হেফাজতে নিয়েছে দুবরাজপুর থানার পুলিস।
প্রসেনজিৎ মালাকার: আবারও পাচারের সময় বিপুল পরিমাণ অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিস। ঘটনায় গ্রেফতার একজন।
আবারও পাচারের সময় বিপুল পরিমাণ অবৈধ কয়লা বোঝাই ট্রাক আটক করলো বীরভূমের দুবরাজপুর থানার পুলিস। গ্রেফতার একজন। পুলিস সূত্রে জানা গিয়েছে, সকালে পুলিস গোপন সূত্রে খবর পায় পানাগর-দুবরাজপুর রাজ্য সড়কে একটি ১৪ চাকার ট্রাক ত্রিপল ঢাকা দিয়ে অবৈধ কয়লা পাচার করা হচ্ছিল। পুলিস পিছু ধাওয়া করে ধরে ফেলে ওই ট্রাক এবং ত্রিপল সরাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ অবৈধ কয়লা।
পুলিস দেখে চালক পালিয়ে যাবার চেষ্টা করলে চালককে ধরে ফেলে পুলিস। ট্রাকটিতে প্রায় ২২ টন অবৈধ কয়লা পাচার করা হচ্ছিল বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিস হেফাজতে নির্দেশ দেন।
আরও পড়ুন: ব্রেন ডেথের পর অঙ্গদান, বাবা-মা-স্ত্রী চাইছেন সৌমেন মহান হয়ে বেঁচে থাকুক সবার মধ্যে!
কোথা থেকে ট্রাক ভর্তি এই বিপুল পরিমাণ অবৈধ কয়লা আসছিল এবং কোথায় তা পাচার হচ্ছিল বা পাচার চক্রের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিস। আর সেই কারণেই অভিযুক্তকে ৬ দিনের নিজেদের হেফাজতে নিয়েছে দুবরাজপুর থানার পুলিস।
আরও পড়ুন: গ্রেফতার করতে এসে অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ, ফের কাঠগড়ায় পুলিস!
পাশাপাশি গত কয়েকদিন আগে ট্রাক্টারে ইটের নিচে অবৈধ কয়লা পাচার করতে গিয়েও দুবরাজপুর থানা পুলিসের হাতে ধরা পড়ে অবৈধ কয়লা সহ ট্রাক্টর। গ্রেফতার হয় চারজন অবৈধ কয়লা পাচারকারী।
বর্তমান তারা জেল হেফাজতে রয়েছে। ওই ট্র্যাক্টারে ইটের নিচে প্রায় ৩ টন অবৈধ কয়লা প্রচার করা হচ্ছিল। গোপন সূত্রে পুলিস জানতে পেরে ওই ইট বোঝায় ট্রাক্টারটা ধরে ফেলে এবং ইট সরাতেই বেরিয়ে আসে অবৈধ কয়লা।