নিজস্ব প্রতিবেদন: তুমি যে বিছানায় কে তা জানত! রোজকার মতোই রাতের খাওয়া দাওয়া সেরেছেন জলপাইগুড়ি শিকারপুর চা বাগানের বাসিন্দা বিকাশ ওড়াও। তারপর নিয়ম মাফিক বিছানা করে শুতে যাওয়া। এত অবধি সব ঠিকই ছিল। গোল বাঁধল বিছানাতে গিয়েই। খাটের কোণে ওটা কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটু খেয়াল করতেই বিকাশ লক্ষ্য করলেন জিনিসটা কেমন একটা যেন কুণ্ডলী পাকিয়ে রয়েছে। আর একটু কাছে যেতেই চোখ ছানাবড়া! এ যে ফনা তুলে বসে রয়েছে আস্ত একটা গোখরো সাপ!


ঘটনায় হতভম্ব হয়ে তক্ষুণি চিত্কার করতে শুরু করেন তিনি। মুহূর্তে বিকাশবাবুর ঘরে জড়ো হয়ে যায় প্রতিবেশীরা। এরপর খবর যায় বেলাকোবা রেঞ্জ অফিসে। কিছুক্ষণের মধ্যেই বনকর্মীদের সঙ্গে নিয়ে বিকাশবাবুর বাড়িতে চলে আসেন রেঞ্জার সঞ্জয় দত্ত। এরপরই গৃহস্থের খাটের উপর থেকে উদ্ধার হয় স্পেকটিক্যাল কোবড়া প্রজাতির সাপটি। উদ্ধার কার্য চলাকালীন নাগাড়ে বিষ উগড়ে গিয়েছে সাপটি। উদ্ধারের পর অবশেষে বৈকন্ঠপুরের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় গোখরোটিকে। দেখুন সেই ভিডিও-