নিজস্ব প্রতিবেদন: প্রেমিকের কাছে প্রত্যাখাত হয়ে প্রকাশ্য রাস্তায় কীটনাশক খেল কলেজছাত্রী। গ্রেফতার প্রেমিক তরুণ। ষষ্ঠীর রাতে এমন ঘটনায় তোলপাড় মালদার হবিবপুরের আইহো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সন্ধেয় প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল মালদহ থানার চর লক্ষ্মীপুর প্রিয়াঙ্কা রায় নামে ওই কলেজ ছাত্রী। আইহো ঘোষপাড়া ব্রিজ এলাকায় প্রিয়াঙ্কা দেখা করে হাবিবপুরে মনো টোলা এলাকার যুবক সুমিত সরকারের সঙ্গে। দুজনেই মালদহ কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। দুজনের সম্পর্ক বহুদিনের। এমনটাই দাবি ওই কলেজ ছাত্রীর।


আরও পড়ুন-PL 2021: ফের একবার আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়ালেন  Virat Kohli, ভিডিও দেখুন 


সোমবার ষষ্ঠীর রাতে দেখা হতেই তাকে বিয়ে করার কথা পাড়ে প্রিয়াঙ্কা। অভিযোগ, এতে তার আপত্তির কথা জানিয়ে দেয় সুমিত। এনিয়ে তুলকালাম বেধে যায় দুজনের মধ্যে। এরপরই নাটকীয়ভাবে কীটনাশক খেলে ফেলে প্রিয়াঙ্কা। প্রকাশ্য রাস্তায় এরকম কাণ্ডে হতভম্ব হয়ে যায় স্থানীয়রা। তারাই তড়িঘড়ি তাকে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। বুলবুলচণ্ডী হাসপাতাল থেকে প্রিয়াঙ্কাকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজে।


আরও পড়ুন-#উৎসব: মহাসপ্তমীর কলাবউ পুজো আসলে কৃষিসভ্যতারই উদযাপন  


এদিকে, ওই ঘটনার খবর পেয়ে ছুটে আসে হবিবপুর থানার পুলিস। গ্রেফতার করা হয় ওই কলেজছাত্রকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)