নিজস্ব প্রতিবেদন : ঘরে ঢুকে কলেজ পড়ুয়াকে গুলি করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই কলেজ পড়ুয়া বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার বালিয়া নবাবগঞ্জ বাঁশহাটি এলাকায়। গুলি চলার ঘটনায় আহত হয়েছে কলেজ পড়ুয়ার ভাইও। তারও চিকিৎসা চলছে মৌলপুর হাসপাতালে। হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত কলেজ পড়ুয়ার নাম ভাস্কর বিশ্বাস। বয়স ২০ বছর। প্রথম বর্ষের ছাত্র ভাস্কর। তাঁর ভাই শুভাশিস বিশ্বাসের বয়স ১৬ বছর, দশম শ্রেণির ছাত্র সে। ধৃত দুষ্কৃতীর নাম সনাতন হালদার। আহত ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, গৌড় কলেজের প্রথম বর্ষের ছাত্র তিনি। বৃহস্পতিবার রাতে বাবা-মা বাড়িতে ছিলেন না। তাঁরা দুই ভাই পাড়াতেই এক বন্ধুর বাড়িতে কালীপুজোর প্রসাদ খেতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরা মাত্রই ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়ে।


আরও পড়ুন, খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে সাজা ঘোষণা: সর্বোচ্চ ১০ বছরের জেল ৬ জনকে


প্রথমে ভাই শুভাশিসের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে ওই দুষ্কৃতী। বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি করে ওই দুষ্কৃতী। গুলি লাগে গলার উপরে। এরপরই তাঁদের চিৎকার শুনে ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা। স্থানীয়রা ধরে ফেলে ওই দুষ্কৃতীকে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুষ্কৃতী ঘরে ঢুকে হামলা চালায়? তা জানতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিস। প্রাথমিকভাবে অনুমান, টাকা-পয়সা লুঠের জন্যই হয়তো ঘরে ঢুকে হামলা চালায় ওই দুষ্কৃতী।