শান্তিনিকেতনে দূষণ রোধে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়ল গ্রিন ট্রাইব্যুনাল
পৌষ মেলার জেরে শান্তিনিকেতনের দূষণ নিয়ে মামলা দায়ের করেছিলেন পরিবেশপ্রেমীরা।
নিজস্ব প্রতিবেদন: গোটা বছর শান্তিনিকেতনকে দূষণের হাত থেকে বাঁচানোর উপায় বার করতে মুখ্যসচিবের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গড়ল গ্রিন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে আদালত।
এদিন আদালত জানিয়েছে, শুধুমাত্র পৌষ মেলা নয়, গোটা বছর বিশ্বভারতীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন গ্রিন ট্রাইব্যুনাল। পৌষ মেলার জেরে শান্তিনিকেতনের দূষণ নিয়ে মামলা দায়ের করেছিলেন পরিবেশপ্রেমীরা। মামলায় ট্রাইব্যুনাল জানায়, মেলার সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্তত দুই লাখ লোকের সমাগম হয়। পরিবেশবিদরা জানিয়েছেন, মেলার সময় কঠিন বর্জ্য ও তরল বর্জ্য পরিষ্কারের প্রয়োজন রয়েছে। বিশ্বভারতীর দাবি এ জন্য অন্তত ২৫ কোটি টাকা প্রয়োজন।
এদিন পরিবেশ আদালত এই সংক্রান্ত একটি কমিটি গড়ে দেয়। কমিটির প্রধান করা হয়েছে মুখ্যসচিবকে। এক মাসের মধ্যে তিনি একটি বৈঠক করে এর সমাধান বের করবেন।
তবে ডিসেম্বরে মেলা নিয়ে আলাদা কোন নির্দেশ দেয়নি আদালত। জানানো হয়েছে, আগের নির্দেশ পালন করে মেলা হবে।