নিজস্ব প্রতিবেদন: বাবার সঙ্গে ঝামেলা চলছে স্কুল কর্তৃপক্ষের, সেই ‘অপরাধে’ মেয়েকে স্কুলে ঢুকতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এই অভিযোগে উত্তাল হয়ে উঠল রিষড়ার আদিত্য বিড়লা বানী ভারতী স্কুল চত্বর। গেট আটকে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা। খবর পেয়ে স্কুল ক্যাম্পাসে যায় পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  প্রেমিকের সঙ্গে ফেসবুক লাইভে ছাত্রী যা করলেন, জানলার ফাঁক দিয়ে তা দেখে স্তম্ভিত মা!


ছাত্রীর বাবা মানস বন্দ্যোপাধ্যায়  রিষড়ার আদিত্য বিড়লা বানী ভারতী স্কুলেই শিক্ষকতা করেন। তাঁকে ওড়িশায় বদলি করা হয়েছে। বদলির বিরোধিতায় হাইকোর্টে যান শিক্ষক।  স্টে অর্ডার পান। তবু তাঁকে স্কুলে ঢুকতে দেওয়া হয় না। ওই স্কুলেই পড়েন মানসবাবুর মেয়ে। অভিযোগ, তাকেও স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়।


আরও পড়ুন: মায়ের ছিল এই ‘গুণ’, কসবায় নিহত শীলা চৌধুরীর অন্ত্যেষ্টির ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে বললেন ছেলে


ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালে স্কুলে পৌঁছয় পুলিস। পুলিস গিয়ে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে শিক্ষক ও তাঁর মেয়েকে স্কুলের ভেতরে নিয়ে যায়।