নিজস্ব প্রতিবেদন: পুরুলিয়ায় কেন বসে রয়েছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অবিলম্বে তাঁকে জেলাছাড়া করা হোক। এই মর্মে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের ধাঁচে ভোটে কারচুপি করতে জেলায় ঘাঁটি গেড়েছেন অভিষেক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার পুরুলিয়ায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে নির্বাচন পরিচালনা করতে পুরুলিয়ার ঝালদায় ঘাঁটি গেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে তৃণমূল সব থেকে বড় ধাক্কা খেয়েছিল পুরুলিয়ায়। তাই এবার সেখানকার নির্বাচন পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিষেক। আর এখানেই আপত্তি কংগ্রেসর। 



কংগ্রেস নেতা উত্তম বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভোটগ্রহণে কারচুপি করতে পুরুলিয়ায় ঘাঁটি গেড়েছেন অভিষেক। বিভিন্ন বুথে দুষ্কৃতী দিয়ে কারচুপি করে পুরুলিয়া আসনটি জেতার পরিকল্পনা করেছে তৃণমূল। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলা থেকে বেরিয়ে যেতে নির্দেশ জারি করতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন তিনি।


গোধরা কাণ্ডে মোদীকে জড়ানো হলে কী হতো? পিত্রোদা বিতর্কে পালটা হুঁশিয়ারি অমরিন্দরের


ভোটের দিন ভোট অপারেশন করতে পুরুলিয়ার ঝালদায় ঘাঁটি গেড়ে বসে আছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কংগ্রেস নেতা উত্তম বন্দ্যোপাধ্যায় ।এই মর্মে আজ তিনি পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে অভিযোগ করেছেন ।তাঁদের দাবি অবিলম্বে তাঁকে জেলা ছাড়া করা হোক । পঞ্চায়েত ভোটের যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে বিরোধীরা একযোগে অভিযোগ করেছেন বিবেকের কাছে