ওয়েব ডেস্ক: ফের ভাঙন কংগ্রেসে। পঞ্চায়েত নির্বাচনের মুখে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাস। সোমবার বালুরঘাটে তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি বিল্পব মিত্রর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। 
২০১৬-র বিধানসভা নির্বাচনে জোটপ্রার্থী হিসাবে কংগ্রেসের গড় রক্ষা করেছিলেন গৌতমবাবু। বেশ কয়েকদিন ধরেই তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা চলছিল। পঞ্চায়েত নির্বাচনের মুখে দলবদলটা সেরেই ফেললেন তিনি। তবে এদিনের সাংবাদিক সম্মেলনে মুখে কুলুপ এঁটে ছিলেন গৌতমবাবু। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শাসকদল তৃণমূলে, নবান্নও নিল বড় পদক্ষেপ


তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, 'গঙ্গারামপুরের উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন গৌতমবাবু। মমতা বন্দ্যোপাধ্যায় সহমতি দিতেই তিনি দলে যোগদান করলেন।'
জেলার একমাত্র দলীয় বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত নির্বাচনের মুখে অনেকটাই কোণঠাসা কংগ্রেস। গৌতমবাবুর দলবদল নিয়ে তাই চুপ জেলা কংগ্রেস।