বিজেপির হিন্দুত্ব নকল করতে গেলে শেষ হয়ে যাবে কংগ্রেস: শশী তারুর
তারুর বলেন, `দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষার দায়িত্ব কংগ্রেসের নেওয়া উচিত। হিন্দি বলয়ে ভোটে জিততে গেলে সংখ্যাগুরুদের তোষণ করতে হবে এই ধারণা ভুল।
নিজস্ব প্রতিবেদন: দেশের হিন্দিভাষী অধ্যুষিত এলাকায় হালকা হিন্দুত্বের লাইনে চললে শেষ হয়ে যাবে কংগ্রেস। এক বই প্রকাশ করে একথা বললেন দলেরই সাংসদ শশী তারুর। দলীয় নেতৃত্বকে তাঁর পরামর্শ, কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা উচিত।
নয়া দিল্লিতে 'দ্যা হিন্দু ওয়ে, অ্যান ইন্ট্রোডাক্সন হিন্দুস্তান' শীর্ষক বই প্রকাশ করে তারুর বলেন, 'দেশের বর্তমান শাসকরা হিন্দুত্বকে বিকৃত করছেন। নির্বাচনী ফয়দা লোটার জন্য একাজ করছেন তাঁরা। আমার বিশ্বাস এখনো অধিকাংশ ভারতীয় রক্ষণশীলতার বিরোধী। তারা হিন্দুত্বকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে দেবেন না।'
ভর সন্ধ্যায় বিবাদী বাগে বিস্ফোরণ, কেঁপে উঠল মাটি
তারুর বলেন, 'দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষার দায়িত্ব কংগ্রেসের নেওয়া উচিত। হিন্দি বলয়ে ভোটে জিততে গেলে সংখ্যাগুরুদের তোষণ করতে হবে এই ধারণা ভুল। এতে কংগ্রেস একদিন শেষ হয়ে যাবে। আসল আর নকলের মধ্যে ভোটদাতারা আসলটাকেই বার বার বাছবেন। সেপথে না গিয়ে তাই কংগ্রেসের নিজের আদর্শে অটল থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।