নিজস্ব প্রতিবেদন: মাত্র চার মাস কাজ হল। ফের বন্ধ হয়ে গেল ভাঙড়ে পাওয়ার  গ্রিডের টাওয়ার তৈরির কাজ। বৃহস্পতিবার সকালে জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির তরফে কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তাদের দাবি,  আগে যখন এই পাওয়ার  গ্রিডের টাওয়ার তৈরি  নিয়ে ভাঙড় উত্তপ্ত হয়েছিল, সেই সময় সরকারের সঙ্গে আলোচনায় বেশ কিছু দাবি চুক্তিবদ্ধ হয়। কিন্তু দীর্ঘ দিন কেটে গেলেও চুক্তি মেনে কোনও কাজ শুরু হয় নি। এলাকার উন্নয়নের  পাশাপাশি পাওয়ার গ্রিডের ও কাজ চলবে।   কিন্তু অভিযোগ পাওয়ার গ্রিডের  কাজ চললেও উন্নয়নের কাজ হচ্ছে না।


আরও পড়ুন: ভিনরাজ্যে কর্মরত বাবার থেকে টাকা নিত ‘নকল’ ছেলে, পর্দা ফাঁসের ভয়েই খুন ছাত্র!
বৃহস্পতিবার কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির ।  এদিন কাজ বন্ধ হয়ে যাওয়ার পর  খবর পেয়ে পুলিশ  যায় ঘটনাস্থলে। এর আগেও দীর্ঘদিন অচলাবস্থা চলে। ২০১৭ সাল থেকে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই অচলাবস্থা চলে। সেসময়ও আন্দোলন শুরু করেছিল জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি।


আরও পড়ুন: জলদাপাড়া জাতীয় উদ্যানে জারি লাল সতর্কতা, গন্ডার নিধন রুখতে কড়া পদক্ষেপ
পরবর্তীকালে সরকার ও কমিটির তরফে আলোচনায় বসা হয়। কিন্তু চুক্তির ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।