কিরণ মান্না: রাজ্য রাজনীতিতে আজ মেগা শনিবার। শুভেন্দুর গড়ে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিকে অভিষেকের সভার আগেই ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণ। তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বিস্ফোরণ হয়। এই ঘটনায় বুথ সভাপতি রাজকুমার মান্না সহ তিনজনের মৃত্যু হয়েছে। বোমা ফেটেই বিস্ফোরণ বলে অনুমান পুলিসের।অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে জনসভা করতে আসার আগেই ভগবানপুরে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায়। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার অর্জুন নগর অঞ্চলের নাড়ুয়াভিলা গ্রামের ঘটনা। ঘটনায় আহত একাধিক তৃণমূল কর্মী নেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Suvendu Adhikari, Abhishek Banerjee: অভিষেকের গড়ে শুভেন্দুর সভাকে অনুমতি, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পলিটিক্যাল ডার্বি


রাতে সাড়ে ১০টা নাগাদ বিকট শব্দে কেঁপে উঠে এলাকা। ইতোমধ্যেই ভূপতিনগর থানার পুলিস পৌঁছেছে ঘটনাস্থলে। অভিযোগ, শুক্রবার রাতে বোমা বাঁধার কাজ চলছিল অর্জুননগরের নাড়ুয়াভিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে। সেই সময়ই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে তৃণমূল নেতার বাড়িতে। সেই বিস্ফোরণে রাজকুমার-সহ তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন নামে মোট তিনজন নিহত হয়েছেন বলে খবর। উল্লেখ্য, শনিবার অভিষেকের যেখানে সভা করার কথা রয়েছে সেখান থেকে ভূপতিনগরের দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। 


এই ঘটনায় বিজেপির নিশানায় শাসক দল। তাদের অভিযোগ, বাড়িতে বোমা মজুত ছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে কয়েকদিন ধরেই বোমাবাজি চলছিল। তবে এই ঘটনায় রাজনৈতিক চাপানোউতর বিদ্যমান। বিস্ফোরণ পুরো বাড়ি ধ্বংস হয়ে যায়। ইতোমধ্যেই আহতদের এগরা সুপার ফেসিলিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তৃণমূলের অভিযোগ দুস্কৃতীরাই এ ঘটনা ঘটেছে। 


পূর্ব মেদিনীপুরে তৃণমূলের কো-অর্ডিনেটর তন্ময় ঘোষ বলেন, 'প্রায় তিনজন আহত হয়েছে বিস্ফোরণে। এমনটাই কানে এসেছে। তবে এ ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই। পুলিস তদন্ত করলে সত্যতা উঠে আসছে।' এদিকে ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, 'তৃণমূল সন্ত্রাসবাদী। শাসক দলের হার্মাদরা ওই অঞ্চলে বোমা তৈরি করছিল। সেখানে প্রায় ৮-১০ জন ছিলেন। রাতের অন্ধকারে বোমা বাঁধতে গিয়েই এমন ঘটনা ঘটেছে। পুলিসের উপস্থিতিতে মৃতদেহ গায়েব করার চক্রান্ত চলছে।' মানব পয়রা নামে এক স্থানীয় তৃণমূল নেতা জড়িত বলে বিজেপি নেতার দাবি। 


আরও পড়ুন, Weather Today: চলতি মরসুমের তৃতীয় শীতলতম দিন আজ, জেলায় জেলায় ঠান্ডার আমেজ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)