ওয়েব ডেস্ক: তৃণমূল-বিজেপি এক মঞ্চে। তাও আবার তৃণমূল স্তরের নেতারা নন। একজন খড়গপুর তৃণমূল টাউন প্রেসিডেন্ট তথা খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এনিয়েই তোলপাড় খড়গপুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গতকালই রামনবমীর মিছিল উপলক্ষ্যে এলাকায় পথে নামে বিজেপি-তৃণমূল দুপক্ষই। গদা হাতে দেখা যায় খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এনিয়ে সরগরম গোটা এলাকা। তুমুল তর্ক-বিতর্ক। অভিযোগ-পাল্টা অভিযোগ। এরই মাঝে দুদলের দুই শীর্ষ নেতার এই সহাবস্থান ঘিরে, দানা বেঁধেছে নতুন  বিতর্ক।



রাম নিয়ে রাজনীতিতে তৃণমূল-বিজেপি হাত মিলিয়েছে। খড়্গপুরের ঘটনা সেটাই প্রমাণ করে। এটা উদ্বেগের। মন্তব্য সূর্যকান্ত মিশ্রর। (আরও পড়ুন- এরাজ্যে ঘাঁটি গেড়ে রয়েছে ৭০০ বাংলাদেশি জঙ্গি; ডশিয়ার দিয়ে ভারতকে জানাল বাংলাদেশ)