ওয়েব ডেস্ক: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে রাতভর উত্তপ্ত রইল কোচবিহার জেলার দিনহাটার পুঁটিমারি গ্রাম। তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিল অপর গোষ্ঠী। আগুন ধরিয়ে দেওয়া হয় ৬টি বাড়িতে। তৃণমূলের দুই গোষ্ঠীর দাপাদাপিতে সন্ত্রস্ত এলাকাবাসীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার রাত বাড়তে দিনহাটার পুঁটিমারিতে শুরু হয় যুব তৃণমূল বনাম তৃণমূলের সংঘর্ষ। রাত ১২.৩০ মিনিট নাগাদ তৃণমূল পার্টি অফিস ভাঙচুর চালায় দলেরই একদল কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তার আগেই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা।


পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠীদ্বন্দের বলি তৃণমূল কর্মী


পুলিস ফিরে যেতেই ফের এলাকার দখল নেয় দুষ্কৃতীরা। একে একে অগ্নিসংযোগ করা হয় ৬টি বাড়িতে। অভিযোগের তির যুব তৃণমূল সমর্থকদের দিকে। বেশ কয়েকটি বাড়িতে নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ।