ওয়েব ডেস্ক: রাজ্যের পুর নির্বাচনের রায় ঘোষণা আজ। বিশেষ নজরে রয়েছে দুর্গাপুর, হলদিয়া, পাঁশকুড়া, নলহাটি, ধূপগুড়ি পুরসভা সহ কুপার্স ক্যাম্প। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজ্যের এই সবকটি পুরসভাতেই এগিয়ে রয়েছে শাসক দল। উল্লেখ্য, ধূপগুড়ি পুরসভায় খাতা খুলেছে ভারতীয় জনতা পার্টি। জি নিউজ সূত্রের খবর অনুযায়ী ধূপগুড়ি পুরসভার মোট ১৬টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ৬টি ওয়ার্ডে জয় লাভ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত ২টি আসনে জয় পেয়ে ধূপগুড়ি পুরসভায় খাতা খুলেছে বিজেপি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



কুপার্স ক্যাম্প পুরসভার ১২টি আসনে ইতিমধ্যেই ১২টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস। গতবার কুপার্স ক্যাম্পে তৃণমূলের আসন ছিল মাত্র ১টি। এবার স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন কংগ্রেস নেতা শঙ্কর সিং তৃণমূলে যোগ দিতেই এই পুরসভার দখল নেয় শাসক দল। এই পুরসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। গতবার ১২টি আসনের মধ্যে ১১টি ওয়ার্ডে জয় পেয়ে এই পুরসভার দখল নিজেদের কাছে রেখেছিল কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশের মত, শঙ্কর সিংয়ের দল পরিবর্তনই এই পুরসভায় তৃণমূলের পক্ষে খেলা ঘুড়িয়ে দিল।