নিজস্ব প্রতিবেদন : রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৫ জন। বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২,৭৩৫ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় এরাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ১২ জন। এরফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জন। তবে হাসপাতালে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে। গতকালের চেয়ে ৪৫ জন কমেছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন কোভিড পজেটিভ রোগীর সংখ্যা ৫,২১৬ জন। 


অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আরও ৪৬৮ জন। এরফলে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছেন ৭০০১ জন। আজকের রিপোর্ট বলছে, রাজ্যের ডিসচার্জ রেট ৫৪.৯৭ শতাংশ। অর্থাৎ প্রায় ৫৫ শতাংশ। এখনও পর্যন্ত সব চেয়ে ভালো।


একনজরে কোভিড টেস্ট তথ্য-


➡️মোট টেস্ট হয়েছে - ৩.৭ লক্ষ 


➡️গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে - ৯,৩১৫


➡️মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার - ৩.৪৪ শতাংশ 


➡️প্রতি ১০ লাখ জনসংখ্যায় টেস্ট হয়েছে - ৪,১১৪ (চার সপ্তাহ আগে যা ছিল ১,২৮০)


প্রসঙ্গত, করোনা সংক্রমণের নিরিখে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা। কলকাতায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা। সরকারি রিপোর্ট বলছে, এই মুহূর্তে শুধু কলকাতায় মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭টি। রাজ্যে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা এখন ২,৪৫৫টি। 


আরও পড়ুন, দু' বেলা-ই পাবেন মাছ-মাংস, করোনা আক্রান্ত রোগীদের মাথাপিছু খাবারের বরাদ্দ বেড়ে ১৫০ টাকা