নিজস্ব প্রতিবেদন: রোজই ভাগছে রেকর্ড। রাজ্যে এখনও ঊর্ধ্বমূখী করোনার গ্রাফ। রবিবার সরকারি বুলেটিনে দেওয়া তথ্য ফের উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন। যা এর আগে কখনও হয়নি। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা মোট ২২,১২৬।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রেকর্ড! কলকাতায় ১ দিনে করোনা সংক্রমিত ২৪৪, জেনে নিন আপনার জেলার সর্বশেষ পরিস্থিতি


পাশাপাশি মৃতের সংখ্যাও উদ্বেগজনক। গত ১ দিনে রাজ্যে মৃত্যু হয়েছে মোট ২১ জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫৭। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ৫ জুলাই রাজ্যে অ্যাক্টিভ কেস ৬,৬৫৮। সুস্থতার হার ৬৬.৪৮ শতাংশ। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪,৭১১ জন। 


আরও পড়ুন:  "৮০ হাজার বুথে হাজার খানেকে দুর্নীতি, শুধু তাড়িয়ে দিলে হবে না.." আরও কড়া নিদান পার্থর
 


পাশাপাশি জেলার নিরিখে আক্রান্তের সংখ্যা সর্বাধিক কলকাতায়। এখানেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪৪ জন। কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৭,১০৮।  এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা(৩,৭৬০), হাওড়া (৩,১২১)।