নিজস্ব প্রতিবেদন: রাজ্যে বাড়ছে সুস্থতার হার। একথা আগেই জানানো হয়েছিল। তবে রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,০৮০ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১,১৯, ৫৭৮ জন। ১৭ অগাস্টের হিসেব অনুযায়ী অ্যাক্টিভ কেসের সংখ্যা  ২৭,৪০২।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কলকাতায় কমল করোনা আক্রান্তের সংখ্যা, জেনে নিন আপনার এলাকার পরিস্থিতি


পাশাপাশি গত  ২৪ ঘণ্টায় করোনা মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ নিয়ে কোভিড আক্রান্ত হয়ে মোট মৃত ২,৪৭৩। উল্লেখ্য, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২,৯৩২ জন। মোট করোনামুক্তর সংখ্যা ৮৯,৭০৩ জন। বাংলায় সুস্থতার হয় ৭৫.০২। 


প্রসঙ্গত, ১৬ থেকে ১৭ অগাস্টের মধ্যে কলকাতায় আক্রান্তের হার কমেছে। গত ২৪ন ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। যদিও আক্রান্তের হিসেবার নিরিখে এখনও শীর্ষেই রয়েছে কলকাতা (৩২,৮৬৭)। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (২৫,২৪০) এবং হাওড়া (১১,৩৮১)।