নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনার কামড় অব্যাহত। সোমবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,১৫৫ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,৫০,৫৮০জন। ২৮ সেপ্টেম্বরের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৫,৮৯৯জন। আগের দিনের তুলনায় ১৭৬ জন আক্রান্তের সংখ্যা বেড়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  ফের গোলমালের আশঙ্কা! ডিএম-এসপির কাছে মেলার মাঠে ১৪৪ ধারা জারির আর্জি বিশ্বভারতীর


সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছে ২,৯২৩ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ২,১৯,৮৪৪ জন। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৮৭,৭৩ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের। এনিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৪,৮৩৭ জন।


তবে এখনও সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমণে কলকাতা ছাপিয়ে যাচ্ছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় মোট সংক্রমিত ৫৫,০৪৯ (৬১৮)। উত্তর ২৪ পরগনায় মোট সংক্রমিত ৫০,২০৪ (৬৫৮)।