নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। সংক্রমণের হারও আগের তুলনায় অনেকটাই ভাল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২,৯৭৬ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,৬৮,৬৯৭ জন। ২ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৪ হাজার ৪৪৫ জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ১৫ সেপ্টেম্বর থেকে চলতে পারে রেল, আলোচনার পরই সিদ্ধান্ত নেবে রাজ্য


পাশাপাশি মঙ্গলবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ৫৫ জনের। বুধবার রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত রাজ্যে ৩,৩৩৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গত ২৪ অগস্ট থেকে আজ বুধবার পর্যন্ত টানা ১০ দিন ধরে সুস্থতার হার আশা জোগাচ্ছে। 


মঙ্গলবার রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৩,৩৪৬ জন। বুধবার সরকারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩,২৯৭ জন। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজার ৯১৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় দৈনিক সুস্থ হওয়ার সংখ্যা বেশি। সবমিলিয়ে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৫৩ শতাংশ।