নিজস্ব প্রতিবেদন: বেসরকারি হাসপাতালে করোনা চিকিত্সার খরচে ঊর্দ্ধসীমা স্থির করতে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। বেসরকারি হাসপাতালে করোনার চিকিত্সা নিখরচায় করতে একটি জনস্বার্থ মামলা হয়। তখনই কেন্দ্র জানিয়েছিল, বেসরকারি ক্ষেত্রে নিখরচায় চিকিত্সার জন্য তাদের পক্ষে নির্দেশ দেওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজনীয় সাংবিধানিক এক্তিয়ার নেই তাদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'কলকাতার নেতারা এদিকে-ওদিক মুখ খুলছেন! চাইলে দল থেকে বেরিয়ে যেতে পারেন'


এরপর সুপ্রিম কোর্ট জানতে চায়, যেসব হাসপাতাল সরকারের কাছ থেকে নিখরচায় জমি পেয়েছে সেইসব হাসপাতালকে তারা কোনও নির্দেশ দিতে পারে কি না। সে প্রশ্নেও কোনও সদর্থক উত্তর না পেয়ে এবার খরচের ঊর্দ্ধসীমা নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, একইসঙ্গে এদিন রাজ্য সরকার জানিয়েছে, সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে কোভিডে মৃত্যুর হার বেশি। রাজ্য সরকারের অডিট টিম তাই বেসরকারি হাসপাতালে পরিকাঠামো পরিদর্শনে যাবে।