নিজস্ব প্রতিবেদন: এই মুহূর্তে পশ্চিমবঙ্গের করোনার (COVID-19) একটা মিশ্র চিত্র পাওয়া যাচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসের পর এই প্রথম নতুন করে দৈনিক আক্রমণের সংখ্য কমে ১০ হাজারের ঘরে দাঁড়াল। যা নিঃসন্দেহে ইতিবাচক। বিগত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনা সংক্রামিত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন। পরিসংখ্যান বলছেন গত ২২ এপ্রিলের পর সংখ্যাটা ১১ হাজারের নীচে। ২১ এপ্রিল করোনাক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৭৮৪ জন। তারপর এই প্রথম গ্রাফ এতটা নামল। তবে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা ও টিকাকরণ কম হওয়ায় সংক্রমণের সংখ্যা বেড়েছে খানিকটা। তবে গত দু'দিনের নিরিখে মৃতের সংখ্যা কিছুটা হলেও কম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে খুলল কোভিড ইউনিট, উদ্বোধন করলেন দেব


৩১ মে পর্যন্ত সবমিলিয়ে রাজ্যে মোট করোনাক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৭৬ হাজার ৩৭৭। সোমবার অর্থাৎ আজ নতুন করে সক্রিয় করোনা আক্রান্ত ১০ হাজার ১৩৭ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ১২ লক্ষ ৭৩ হাজার ৭৮৮ জন (+১৭ হাজার ৮৫৬)। বোঝাই যাচ্ছে যে সুস্থতার সংখ্যা অনেকটাই বেড়েছে। এদিন পর্যন্ত মৃতের মোট সংখ্যা ১৫ হাজার ৫৪১ (+১৩১)। সক্রিয় করোনা কেসের সংখ্যা ৮৭ হাজার ৪৮ । গত ২৪ ঘণ্টায় যা ৭৮৫০ কম। ডিসচার্জ রেট ৯২.৫৫ শতাংশ। এমনটাই জানাচ্ছে স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিন। রাজ্যে কার্যত লকডাউনের সময়সীমা বাড়ানোতেই ফল মিলছে বলে মনে করছেন অনেকে।