নিজস্ব প্রতিবেদন: গতকালের তুলনায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা খানিকটা বাড়ল রাজ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,১৬৯, মৃত্যু হয়েছিল ৫৩ জনের। শুক্রবার আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,২৪৫। মৃতের সংখ্যা বেড়ে হল ৫৫। শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২,৬৮৯।


আরও পড়ুন-শ্রীশৈলম বিদ্যুত্ কেন্দ্রের আগুনে মৃত ৯, উদ্ধার হল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের দেহ 


এদিকে, লক্ষ্যনীয় বিষয় হল কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা খানিকটা কমলো। আক্রান্তের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৬২ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৭৬৪। তবে কলকাতায় মৃত্যু হয়েছে ২২ জনের। আর উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১০ জন।


আরও পড়ুন-এই সরকারকে আর কেউ বিশ্বাস করে না, মুখ খুললেন ফারুক আবদুল্লা


অন্যদিকে, শুক্রবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে হল ১,৩২,৩৬৪। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৭,৮০৪ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,০১,৮৭১ জন। ছাড়া পাওয়ার হার ৭৬.৯৬ শতাংশ।