নিজস্ব প্রতিবেদন: গত একদিনে রাজ্যে ফের করোনা আক্রান্ত হলেন ৩,২৪৬ জন। অন্যদিকে, রোগমুক্ত হলেন ৩,২৫৭ জন। কয়েকদিন ধরেই এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী বাংলায় করোনা রোগী সুস্থতার হার ৯৩.৩৮ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এমাসের শেষে কোনও একটি ভ্যাকসিনের অনুমোদন মিলতে পারে, আশাবাদী এইমস ডিরেক্টর


এদিকে, সামান্য হলেও কমল দৈনিক মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনার শিকার হলেন ৪৯ জন। বুধবার এই সংখ্যা ছিল ৫১। সবে মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনাভাইরাস প্রাণ কাড়ল ৮,৫৭৬ জনের।


রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হলেন মোট ৪,৯৩,৩১৬ জন। সুস্থ হয়েছেন ৪,৬০,৬৩৪ জন।


আক্রান্তের সংখ্যার দিক থেকে কলকাতা, উত্তর ২৪ পরগনার থেকে সামান্য এগিয়ে। এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১,০৯,১৫৫ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১,০৩,০২৭ জন।


আরও পড়ুন-চাপ বাড়াল আন্দোলনকারীরা, ৭ ঘণ্টা বৈঠকের ফল শূন্য; কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা   


গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৭১৫ জন, মৃত্যু ৫ জনের। কলকাতায় গত একদিনে আক্রান্ত ৭৭৪ জন, মৃত্যু ১২ জনের। সবে মিলিয়ে কলকাতায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬৪০ জনের।