নিজস্ব প্রতিবেদন: শনিবারের তুলনায় রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ১৪ জন। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৩৫ জন। সেই সংখ্যা আজ বেড়ে হল ৪৪৯ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১৭ জনের। রবিবার মৃত্যুর সংখ্যা কিছুটা কমলো। আজ হল ১৩। সবেমিলিয়ে রাজ্যে ৭ জুন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮,১৮৭ জন, মৃত ৩২৪। এমনটাই জানানো হয়েছে রাজ্যে স্বাস্থ্য দফতরের বুলেটিনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার


এদিকে, করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এমন সংখ্যা ৩,৩০৩ জন। রবিবারই ছাড়া পেয়েছেন ১৮৪ জন। শতাংশের হিসেবে তা ৪০.৩৪। অন্যদিকে, রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪,৪৮৮।


এখনও পর্যন্ত কলকাতায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যে মৃত ৩২৪ জনের মধ্যে কলকাতারই ২০০ জন। কো-মরবিটিতে মৃত্যু ধরলে সংখ্যাটা দাঁড়ায় ২৫৪। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে কলকাতাকে ছাড়াল পশ্চিম মেদিনীপুর। কলকাতায় যেখানে একদিনে আক্রান্ত ৭৪ জন, সেখানে পশ্চিম মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ৮৪।


অন্যদিকে, স্যাম্পল টেস্টের বিষয়টি যথেষ্টেই গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ৭ জুন পর্যন্ত রাজ্যে স্যাম্পেল টেস্ট হয়েছে মোট ২,৭১,০৭৪টি। রবিবার স্যাম্পেল টেস্ট হয়েছে ৯,৭৮৬টি। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আইসিএমআর অনুমোদিত ল্যাবগুলি এবার থেকে করোনা টেস্ট করতে পারবে। তবে সেক্ষেত্রে রোগীর কাছে ডাক্তারের প্রেসক্রিপশন থাকতে হবে।


আরও পড়ুন-দিল্লির সরকারি হাসপাতালে চিকিত্সা হবে একমাত্র রাজ্যের করোনা রোগীদেরই: কেজরিওয়াল


রাজ্য, এখনও পর্যন্ত ৬৯ হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সা চলছে। করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে আগামী ১ সপ্তাহের মধ্যে আরও ১১টি কোভিড হাসপাতাল খোলা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন।