নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবারের তুলনায় আজ বুধবার রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা খানিকটা বাড়ল। গতকাল মৃত্যু সংখ্যা পঞ্চাশের নীচে ছিল। বুধবার তা বেড়ে হল ৫৪। এনিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হল মোট  ২,২০৩ জনের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনায় 'কলম ধরলেন' মমতা, লিখলেন 'ফ্যাকাসে আকাশ'-এর কথা


রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২,৯৩৬ জন। বাংলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হলেন ১,০৪,৩২৬ জন। গতকালই এই সংখ্যা লাখ পার করেছিল। রাজ্যে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ২৬,০০৩ জন। তবে সুস্থ হয়েছেন, ৭৬,১২০ জন। শতাংশের হিসেবে ৭২.৯৬। এটাই একমাত্র আশার কথা।


আরও পড়ুন-চিকিৎসক পেতে হয়রানি? আপনার হয়ে এবার যোগাযোগ করবে থানা-ই 


এদিকে, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ কমছেই না। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১৯ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের। এনিয়ে এখনও পর্যন্ত কলকাতায় মৃত্যু হল ৯৯৯ জনের। উত্তর ২৪ পরগনা এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট ২২,২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮৯, মৃত্যু হয়েছে ১৩ জনের। এনিয়ে এই জেলায় করোনায় মৃত্যু মোট ৫১২ জনের।