কমছে না করোনার দাপট, গত একদিনে মৃতের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা
গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হলেন, ৭৬৫ জন, মৃত্যু হল ১৭ জনের
নিজস্ব প্রতিবেদন: আগামী বছর জুলাইয়ে আসতে পারে করোনার টিকা। পাবেন ২০-২৫ কোটি মানুষ। রবিবার এমনটাই আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কিন্তু এতদিন হয়ে গেল দেশে করোনার দাপট কমছে না। সংক্রমণের গতি কম হলেও পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে করোনার দাপট।
আরও পড়ুন-সার্জারিতে শিশুমৃত্যু, সোশ্যাল মিডিয়ায় 'বিচার', আত্মহত্যা চিকিৎসকের
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৩৫৭ জন। এনিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,৭০,৩৩১। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সংক্রমণ সবচেয়ে বেশি।
এখনও পর্যন্ত রাজ্যে ২,৭০,৩৩১ জন আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন ২,৩৭,৬৯৮ জন। রাজ্য সুস্থতার হার ৮৭.৯৩ শতাংশ। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৭,৪৩৯।
আরও পড়ুন-কিছু দিলে কিছু পাবে; ভোট না দিলে কাজ করার প্রয়োজন নেই, সাফ বলে দিলেন অনুব্রত
রাজ্যে অনেকটাই বেড়েছে স্যাম্পল টেস্টের সংখ্যা। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পল টেস্ট হয়েছে ৩৩,৯৭,৯৮৮টি। রাজ্যের ৯২টি হাসপাতালে করোনার চিকিত্সা হচ্ছে।
এদিকে, গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হলেন, ৭৬৫ জন, মৃত্যু হল ১৭ জনের। উত্তর ২৪ পরগনায় গত একদিনে আক্রান্ত হলেন ৭৪১ জন, করোনার শিকার হলেন ১৯ জন।