নিজস্ব প্রতিবেদন:  করোনার বিরুদ্ধে লড়াই এখন কঠিন চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রীর কথায়, করোনা মোকাবিলায় দেশের অন্যান্য রাজ্যগুলির মধ্যে নজির সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ। অনেকেই করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠছেন। তবে এসবের মধ্যেও রাজ্যের জন্য বড়সড় ধাক্কা।  হাওড়া জেলা হাসপাতালে সুপারের শরীরে মিলেছে নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ। আরও কয়েক জনের সংক্রমণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হাওড়া জেলা প্রশাসন সূত্রে তেমনটাই খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন, বিশ্বজুড়ে চাহিদার জোগান দিতে তৈরির অনুমতি চাইল বেঙ্গল কেমিক্যালস্


স্বাস্থ্য ভবন সূত্রে খবর, হাওড়া জেলা হাসপাতালে সুপারের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে।  জেলা প্রশাসনের একাধিক শীর্ষ কর্তারও সংক্রমণের আশঙ্কা রয়েছে। তবে নিশ্চিত না হয়ে এখনই কিছু বলতে চাইছেন না স্বাস্থ্য অধিকর্তারা। 


এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালের সুপারকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল।