নিজস্ব প্রতিবেদন: করোন আক্রান্ত হলেন কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। জ্বর নিয়ে তিনি ভর্তি হয়েছেন কলকাতার একটি বেসরকারি হসপাতালে। বিধায়ক নিজেই জানিয়েছেন সেকথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'রাজ্যপালের সঙ্গে আড্ডা দিয়ে গেলাম', স্বাধীনতা দিবসের সকালে রাজভবনে সারপ্রাইজ ভিজিট মমতার



বাম বিধায়ক শনিবার এক ফেসবুক পোস্টে লিখেছেন, 'গত রবিবার থেকে জ্বর আসে। টানা কয়েকদিন চলার পর চিকিত্সকের পরামর্শে সোয়াইব টেস্ট করার দিন রাতেই খবর আসে করোনা পজিটিভ। গতকালই হাসপাতালে ভর্তি হয়েছি। সকলে ভালো থাকবেন'


জানা গিয়েছে, বর্তমানে ভালো আছেন মানসবাবু। সামান্য শ্বাসকষ্ট রয়েছে। মানববাবুর পরিবারের তরফে জানানো হয়েছে, যাঁর তাঁর সংস্পর্শে এসেছিলেন তারা যেন কোভিড টেস্ট করিয়ে নেন।


সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের একাধিক বাম নেতা। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন ফুয়াদ হালিম ও মহম্মদ সেলিম। ফুয়াদ বাড়ি ফিরেছেন। অশোক ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনিও সুস্থ হয়েছেন। অনাদি সাহুও সুস্থ। একমাত্র প্রাক্তন পরিবহণমন্ত্রী শ্যামল চক্রবর্তির করোনায় মৃত্যু হয়েছে।


আরও পড়ুন-দেশের স্বাধীনতা সংগ্রামে আরএসএসের ভূমিকা কী; দয়াকরে বলুন, নমোকে খোঁচা অমিত মিত্র-র  


অন্যদিকে, রাজ্যের মন্ত্রী সুজিত বসুও করোনা আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি থেকে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।