নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন আগেই দেখা গিয়েছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের এমার্জেন্সির সামনে ঝোলানো রয়েছে অক্সিজেন মাস্ক। বেড-অক্সিজেন না পাওয়া রোগীরা সেখান থেকে অক্সিজেন নিচ্ছেন। সেই সমস্যার অনেকটাই সমাধান করে ফেলল সাগর দত্ত মেডিক্যাল কলেজ। হাসপাতালে চালু হল অক্সিজেন পার্লার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শুধু টিকা নয়, করোনা-মোকাবিলায় এবার মিলবে খাওয়ার ওষুধও!


শনিবার হাসপাতালের একটি ঘরে চালু করা হয়েছে ওই অক্সিজেন(Oxygen) পার্লার। যেসব রোগীর শ্বাসকষ্ট রয়েছে অথচ বেড পাচ্ছেন না তাঁরা এখান থেকে অক্সিজেন নিতে পারবেন। একটু সুস্থ বোধ হলে বাড়িও ফিরতে পারবেন।


আরও পড়ুন-জেলে ভিড় কমাতে গ্রেফতারিতে রাশ, নির্দেশ সুপ্রিম কোর্টের


অন্যদিকে, করোনা মোকাবিলায় হাসপাতালে বাড়ানো হয় ৫০টি HDU বেড। এর ফলে বর্তমানে হাসপাতালে HDU বেডের সংখ্যা হল ২৫০টি। সাগর দত্ত হাসপাতালে(Sagar Dutta Hospital) বর্তমানে যেভাবে রোগীর চাপ বাড়ছিল তাতে বেড বাড়ানো ছাড়া আর কোনও উপায় ছিল না। রোজই বেড না পেয়ে বহু রোগী ফিরে যেতে বাধ্য হচ্ছিলেন।