Awas Yojana: প্রতিবাদ করায় খুনের হুমকি! আবাসের টাকা হাতানোর অভিযোগ তৃণমূলের নেতার বিরুদ্ধে...
Arambagh: আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই ভয় দেখিয়ে তোলাবাজি শুরু করে দিল স্থানীয় এক তৃণমূল নেতা। এমনই অভিযোগ উঠেছে স্থানীয় ওই তৃণমুল নেতার বিরুদ্ধে। আবার এলাকায় এমনই ত্রাস সৃষ্টি করা হয়েছে যে, এই ঘটনার পর আতঙ্কে প্রশাসনের কাছেও যেতে পারছেন না উপভোক্তারা।
দিব্যেন্দু সরকার: আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই ভয় দেখিয়ে তোলাবাজি শুরু করে দিল স্থানীয় এক তৃণমূল নেতা। এমনই অভিযোগ উঠেছে স্থানীয় ওই তৃণমুল নেতার বিরুদ্ধে। আবার এলাকায় এমনই ত্রাস সৃষ্টি করা হয়েছে যে, এই ঘটনার পর আতঙ্কে প্রশাসনের কাছেও যেতে পারছেন না উপভোক্তারা। ঘটনাটি ঘটে আরামবাগের আরান্ডি ১ নং পঞ্চায়েতের আরাকুল গ্রামের। আর এই পরিস্থিতির শিকার হয়েছেন এই সমস্ত উপভোক্তারা। যদিও পরিস্থিতি সামাল দিতে আসরে তৃণমূলের অঞ্চল সভাপতি।
জানা গিয়েছে,আরান্ডি ১ নং গ্রাম পঞ্চায়েতের আরাকুল গ্রামে আবাস যোজনায় এবার প্রায় ১৬জন উপভোক্তা বাড়ি পেয়েছেন। অভিযোগ, বাড়ির টাকা অ্যাকাউন্টে ঢোকা মাত্রই স্থানীয় তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে তাদের টাকা দিতে চাপ দিচ্ছেন। ইতিমধ্যেই চাপে পড়ে অনেকে টাকা দিয়েও দিয়েছেন বলে দাবি করেছেন উপভোক্তারা। এই অঞ্চলের দোর্দন্ডপ্রতাপ তৃণমুল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান সোহরাব হোসেনের ইন্ধনে তার ভাইপো আরাফাত ও তার দলবল বাড়ি বাড়ি গিয়ে রীতিমতো হুমকি দিয়ে টাকা দিতে বাধ্য করছেন বলে দাবি আবাসের বাড়ি প্রাপকদের। পরিস্থিতি এতটা বেগতিক যে এর প্রতিবাদ করলে খুনও হয়ে যেতে পারে বলে দাবি তুলেছে খোদ ওই এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামীও। তাঁর আরও দাবি, সব জানার পরেও নির্বিকার আরামবাগ পুলিস প্রশাসন। এরই সুযোগে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে আরাফাত ও তার দলবল। এই পরিস্থিতিতে প্রাণভয়ে তৃণমুলের গুন্ডাবাহিনীকে টাকা দিতে বাধ্য হচ্ছেন বাড়ি প্রাপকরা।
এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকায় ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন আরান্ডী ১ পঞ্চায়েতের তৃণমুল এর অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত প্রধানের স্বামী ইকবাল হোসেন। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের টাকা না দেওয়ার জন্য অনুরোধ করছেন তিনি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অভিযুক্ত তৃণমুল নেতা সেখ আরাফাত। তার দাবি এরকম ঘটনা ঘটলে প্রশাসন তার ব্যবস্থা নিক। অন্যদিকে, রাজ্যজুড়ে পুলিস শাসকদলের দলদাস, আরামবাগেও তার ব্যতিক্রম নয়।। আর তাই পুলিস সব জেনেও নির্বিকার বলে সুর চড়িয়েছে বিজেপিও। ঘটনাকে কেন্দ্রকরে আরামবাগ পুলিসের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। পুলিসের উদাসীনতা, রাজনৈতিক দড়ি টানাটানি র মধ্যে পড়ে অসহায় গরীব মানুষ গুলোর দাবি, আবাসের বাড়ি যাক, জীবন থাক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)