বজবজে প্রতিমা বিসর্জনে গুলি চালনার ঘটনায় গ্রেফতার কাউন্সিলর
রবিবার রাতে প্রতিমা বিসর্জন হচ্ছিল বজবজের ১৬ নম্বর ওয়ার্ডের বালুরঘাটে। পুরসভার একাধিক প্রতিমা এনে হাজির করা হয় নিরঞ্জনের জন্য।
নিজস্ব প্রতিবেদন: বজবজে প্রতিমা বিসর্জন শোভাযাত্রায় গুলিচালনার অভিযোগে গ্রেফতার কাউন্সিলর। ধৃতের নাম মিঠুন ঠিকাদার। তিনি বজবজ পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর সঙ্গে সঞ্জয় দাস নামে আরও এক জনকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিস। তাদের বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয়।
রবিবার রাতে প্রতিমা বিসর্জন হচ্ছিল বজবজের ১৬ নম্বর ওয়ার্ডের বালুরঘাটে। পুরসভার একাধিক প্রতিমা এনে হাজির করা হয় নিরঞ্জনের জন্য। ফলে ভিড় হয়েছিল বেশ। এর মধ্যেই বিসর্জনের জন্য ঘাটে হুড়োহুড়ি পড়ে যায়।
আরও পড়ুন: বজবজে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে আহত ১
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রতিমা নিরঞ্জনের সময়ে প্রবল শব্দে গান বাজিয়ে নাচ শুরু হয়ে যায়। সমস্যার শুরু সেখানেই। অভিযোগ, নাচগান করতে গিয়ে একে অপরের গায়ে পড়তে শুরু করে লোকজন। সেখান থেকেই কথা কাটাকাটি। তা শেষপর্যন্ত গড়ায় সংঘর্ষে। গুলিও চালায় কিছু অচেনা যুবক।