অর্কদীপ্ত মুখোপাধ্যায়: রাত পোহালেই গণনা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রের ২০০ মিটার। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। গণনা শুরু হবে সকাল আটটা থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের ছয়টি জায়গায় উপ- নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামীকাল শনিবার সকাল আটটা থেকে। নির্বাচন কমিশন কোনওরকম খামতি রাখতে চাইছে না গণনাকে কেন্দ্র করে। লোকসভা ও বিধানসভা নির্বাচনের মতোই একই রকম নিয়ম বলব থাকছে শনিবারের গণনায়। গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকবে নতুন ধারা অনুযায়ী ১৬৩ ধারা। প্রথম স্তরে থাকছে রাজ্য পুলিস। রাজ্যের লাঠিধারী এবং এএসআই পদাধিকারী পুলিসেরা থাকবেন। এরপর দ্বিতীয় স্তরে থাকবেন রাজ্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। আর একেবারে শেষ স্তরে থাকবেন কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী। আপনারা গণনা কেন্দ্রের ভিতর প্রবেশ করবেন তাঁরা কেবলমাত্র সাদা কাগজ এবং পেন নিয়ে ভিতরে যেতে পারবেন। দ্বিতীয় স্তর যে জায়গাটি চিহ্নিত করা হয়েছে সেখানেই সংবাদমাধ্যমের কর্মীদের সংবাদ পরিবেশন করার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। গণনা কেন্দ্রের ভিতর থাকছে সিসিটিভি, গণনা কেন্দ্রে কোনও রকম ওয়েবকাস্টিং হবে না। প্রথমে গণনা হবে পোস্টাল ব্যালট তারপরেই শুরু হবে ইভিএমের ভোট গণনার কাজ। পোস্টাল ব্যালেট গোনা হবে মূল ঘরের পাশে একটি ঘরে। স্ট্রংরুম থেকে এক এক করে আনা হবে ইভিএম এবং কমিশনের নিয়ম ও আইন অনুযায়ী গণনা করা হবে। সবকটি ইভিএম গণনা হয়ে গেলে সেটি আসবে কাউন্টিং অবজারভারের টেবিলে। কাউনটিং অবসরভার এবং রিটার্নিং অফিসার সমস্ত খতিয়ে দেখে তারপর ফলাফল ঘোষণা করবেন। 
এই মুহূর্তে স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য এক প্ল্যাটুন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে প্রত্যেকটি স্ট্রংরুমে। এক প্ল্যাটুন অর্থাৎ ২৪ জন। এই ২৪ জনকে তিনটে শিফটে ৮জন করে ডিউটি করতে হবে।


আরও পড়ুন:SI Suspended: মুখ্যমন্ত্রীর কড়া ভাষায় আক্রমণ, বারাবনি থানার ইনচার্জ সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড...


সিতাই উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: দিনহাটা কলেজ। পোলিং স্টেশন: ৩০০।হল নম্বর ১: ২৫ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১২ রাউন্ড গণনা
হল নম্বর ২ : ইলেকট্রনিক্যালি  ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৩ টে কাউন্টিং টেবিল। স্ট্রং রুম: ২ টি।


মাদারিহাট উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: আলিপুরদ্বার ইনডোর স্টেডিয়াম। পোলিং স্টেশন: ২২৬। হল নম্বর ১:  ২৮ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ৯  রাউন্ড গণনা। হল নম্বর ২ : ইলেকট্রনিক্যালি  ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ১০ টি কাউন্টিং টেবিল। স্ট্রং রুম: ২ টি।


নৈহাটি উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: বঙ্কিমঞ্জলি স্টেডিয়াম। পোলিং স্টেশন: ২১০। হল নম্বর ১:  ২১ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড :  ১০ রাউন্ড গণনা
হল নম্বর ১ : ইলেকট্রনিক্যালি  ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৬ টি কাউন্টিং টেবিল। 
স্ট্রং রুম: ১ টি।


হাডোয়া উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: হাডোয়া পি জি হাই স্কুল। পোলিং স্টেশন: ২৭৯। হল নম্বর ১: ২০ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১৪  রাউন্ড গণনা। হল নম্বর ১ : ইলেকট্রনিক্যালি  ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ২ টি কাউন্টিং টেবিল। 
স্ট্রং রুম: ৩ টি।


মেদিনীপুর উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র:  মেদিনীপুর কলেজ। পোলিং স্টেশন: ৩০৪। হল নম্বর ২ : ১৮ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১৭ টি রাউন্ড গণনা। হল নম্বর ১ : ইলেকট্রনিক্যালি  ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৩ টি কাউন্টিং টেবিল। 
স্ট্রং রুম:  ৩ টি।


তালডাঙ্গরা উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: সিমলাপাল মদনমোহন হাই স্কুল । পোলিং স্টেশন:  ২৬৪ টি। হল নম্বর ৩ :  ২৪ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১১ টি রাউন্ড গণনা। হল নম্বর ২ : ইলেকট্রনিক্যালি  ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৭ টি কাউন্টিং টেবিল। 
স্ট্রং রুম:  ২ টি।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)