নিজস্ব প্রতিবেদন : বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূর মাথার চুল কামিয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গোটা গ্রামে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মু্র্শিদাবাদের ভগবানগোলায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, ওই গৃহবধূ ভগবানগোলার মহিষাস্থলি গ্রাম পঞ্চায়েতের কাটামারি গ্রামের বাসিন্দা। অভিযোগ, পাশের গ্রাম কানাপুকুরের এক বিবাহিত যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। একদিকে এই গৃহবধূর যেমন সন্তান রয়েছে, তেমনই অভিযুক্ত যুবক ফকরুল শেখেরও সংসার-সন্তান রয়েছে।


কিন্তু, এইসব কিছুর পরেও তাঁরা দুজনে একাধিকবার পালিয়ে যান বলে অভিযোগ। তারপর আবার ফিরেও আসেন। এই ঘটনায় 'বিচারে'র উদ্দেশে শনিবার সকালে গ্রামে সালিশি সভা বসে। সেখানেই ওই গৃহবধূর 'বিচার' করা হয়। 'বিচার'-এর পর ওই গৃহবধূর মাথার চুল কামিয়ে দেন গ্রামের মহিলারা। তারপরই তাঁকে জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়।


আরও পড়ুন, গোপন ক্যামেরায় গৃহবধূর নগ্ন স্নানদৃশ্য তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়াল প্রতিবেশী


উল্লেখ্য, কিছুদিন আগেই বাঁকুড়ার মেজিয়া ও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় একইরকম দুটি ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে 'যুগল'কে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করেছিল গ্রামাবাসীরা।