Patharpratima Couple Death: বন্ধ ঘর থেকে উদ্ধার দম্পত্তির মৃতদেহ, লোহার খাটে বিদ্যুত্স্পৃষ্ট হয়েই মৃত্যু!
প্রতিবেশীদের দাবি, সৌরভ ও সোমাশ্রী ঘুমিয়েছিলেন একটি লোহার খাটে। খাটের নীচে ছিল একটি ইলেকট্রিক তার।
নকিবউদ্দিন গাজি: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার মাধবনগর লক্ষ্মীর মোড়ে বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক দম্পতির মৃতদেহ। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ তাদের একমাত্র সন্তানের কান্না শুনে প্রতিবেশীরা ঘরে এসে দেখেন ঘরের মধ্য মৃত অবস্থায় পড়ে রয়েছেন সৌরভ মণ্ডল(২৮) ও তাঁর স্ত্রী সোমশ্রী মণ্ডল(২৪)।
প্রতিবেশীরা দেখেন মৃত ওই দম্পতির পাশই পড়ে রয়েছে একটি গিটার। সৌরভের পায়ের ঊরু ও হাঁটুর নীচে পোড়া দাগ রয়েছে। স্ত্রীর দেহে তেমন কোনও চিহ্ন নেই। প্রতিবেশীদের অনুমান বিদ্যুত্স্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই দম্পতির।
কেন এমন অনুমান? প্রতিবেশীদের দাবি, সৌরভ ও সোমাশ্রী ঘুমিয়েছিলেন একটি লোহার খাটে। খাটের নীচে ছিল একটি ইলেকট্রিক তার। সেই তারের প্লাস্টিকের কভার কোনওক্রমে কেটে গিয়ে তা লোহার খাটের সঙ্গে লেগে যায়। তাতেই বিদ্যুত্ সংযোগ হয়ে যায় খাটের সঙ্গে। সেখান থেকেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে দুজনের। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন-Exclusive: রাজনৈতিক হিংসা নিয়ে সরব মোদী, প্রধানমন্ত্রীর মুখে দু'বার বাংলার নাম!
আরও পড়ুন-স্বস্তির খবর ভারতীয় দলে, রোহিতের কোভিড রিপোর্ট নেগেটিভ, কাটল নিভৃতবাস
আরও পড়ুন-Exclusive: লোকসভার আগে ফের বঙ্গ বিজেপিতে সক্রিয় মিঠুন, ইঙ্গিত সুকান্তর