নিজস্ব প্রতিবেদন: ২০১২ সালে বিশরপাড়া পুলিস কনস্টেবল অসীম দামের  খুনে দোষীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত। বুধবার ধৃত ৭ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত। বৃহস্পতিবার রায় ঘোষণা হয়। এখনও ফেরার ১।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বিজেপির রথের পাল্টা খোল করতাল সহযোগে নাম সংকীর্তন কেষ্টর গড়ে!


সাড়ে ছয় বছর পর বিচার মিলল। দোষী সাব্যস্ত হল অসীম দাম হত্যায় যুক্তরা। ২০১২  সালের দোলের দিন,  উত্তর ২৪ পরগনার বিশড়পাড়া  এলাকায় রঙ মাখানোর অছিলায়  ভাগ্নির শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন পুলিস কনস্টেবল অসীম দাম। ৮ জন  মিলে তাঁকে লোহার রড, ভোজালি, হকিস্টিক দিয়ে পিটিয়ে, কুপিয়ে খুন করে। প্রচণ্ড মারধর করা হয় তাঁর পরিবারের অন্যদেরও। এমনকী অসীম দামের সময়মতো চিকিত্সাতেও বাধা দেয় অপরাধীরা।


আরও পড়ুন: বিয়ের ১ বছরে মেটেনি চাহিদা,  কালীপুজোর রাতে নিজের স্ত্রীকে ভরা রাস্তায় যা করলেন স্বামী


তাঁরই শ্লীলাহানি রুখতে গিয়ে প্রাণ দিয়েছিলেন তাঁর বড় মামা।  ২০১২ সালের মার্চ মাস থেকে ২০১৮র নভেম্বর। সাড়ে ছ বছরেরও বেশি  সময় ধরে মামার অসহায় মৃত্যু কুঁড়ে কুঁড়ে খেয়েছে। বুধবার বারাকপুর ফোর্থ ট্রাক আদালতে সাজা ঘোষণার সঙ্গে সঙ্গেই  দগদগে সেই ক্ষতে যেন কিছুটা উপশম হল।  এখনও অধরা জব্বর ঘোষ। সাতজন দোষী সাব্যস্ত হলেও আতঙ্ক তাই থেকেই যাচ্ছে।