নিজস্ব প্রতিবেদন : করোনা আবহের মধ্যেই পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। করোনা গাইডলাইন মেনেই বিভিন্ন জায়গায় মণ্ডপসজ্জার কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোপ্রেমী বাঙালি আশায় আনন্দে বুক বাঁধছে। কিন্তু বাস্তব পরিস্থিতি কি আদৌ কোনও স্বস্তির বার্তা দিচ্ছে? পরিসংখ্যান কিন্তু উল্টো কথা-ই বলছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। আর এরফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ৯৭৪ জন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কোপে প্রাণ হারিয়েছেন ৬২ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ জন।


রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে হাসপাতালে চিকিতসাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১৩০ জন। অন্যদিকে ডিসচার্জ রেট ৮৭.৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ১৩ জন। এখনও পর্যন্ত মোট ২ লাখ ৩৪ হাজার ৭১২ জন করোনার সংক্রমণ জয় করে সুস্থ হয়ে উঠেছেন। 


আরও পড়ুন,  'বহু অপমান সহ্য করেও ছিলাম, আর সম্ভব নয়', দলের সাংগঠনিক পদ থেকে ইস্তফা বিধায়ক মিহির গোস্বামীর