নিজস্ব প্রতিবেদন: শুরু থেকেই ৯৬ টি সেন্টারে প্রত্যেকদিনই পাওয়া যাচ্ছিল কোভিশিল্ড টিকা। বাকি ৪৪টি সেন্টারে দেওয়া হত কো-ভ্যাকসিন। এই নিয়মে বদল আনল রাজ্য। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে সপ্তাহে  মাত্র ১ দিন (সোমবার) কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে।  ৯৬টি সেন্টার থেকেই পাওয়া যাবে কোভিশল্ড।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতি, শুক্র, শনিবার বাজার বিক্রেতা, হকার, ট্রান্সপোর্ট, ট্রান্সজেন্ডারদের কোভিশিল্ডের ফাস্ট ডোস দেওয়া হবে। বুধবার বাচ্চাদের টিকা দেওয়া হবে। 


হঠাৎ করে কেন এই একটি দিনের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হল কোভিশিল্ডের টিকাকরণ? 


কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন,  বেশ কিছু সেন্টারে টিকা নষ্ট হচ্ছিল। যদি ২০ টি ভয়েল খোলা হয়ে থাকে, সেদিন হয়ত আসছিল ১০ জন। বাকি ১০ টি ভয়েল নষ্ট হচ্ছিল। মাঝে মধ্যে প্রতি সেন্টারে এই সমস্যা দেখা দিয়েছে, তাই একটি দিনের মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া হল। এতে ভ্যাকসিন নষ্ট কম হবে। প্রসঙ্গত,  ফিরহাদ হাকিম না থাকায়  রাজ্যে ব্যহত হয়েছে করোনা মোকাবিলা। 


বিস্তারিত


১) শুধুমাত্র সোমবার covishield সেকেন্ড  ডোজ দেওয়া হবে সাধারণ নাগরিকদের। 


২)বুধবার বাচ্চাদের ইমিউনাইজেশন প্রোগ্রাম হবে 


৩)বৃহস্পতি; শুক্র; শনি স্পেশাল ক্যাটাগরি দের  covishield  দেওয়া হবে। (এই সপ্তাহে অবশ্য শুক্র-শনিবার দেওয়া হবে। )


৪)কো-ভ্যাকসিন যেরকম দেওয়া হচ্ছিল তেমনভাবেই কর্মসূচীর কাজ এগোবে।  


৫)covishield যাঁরা নিয়েছেন তাঁরা ৮৪ দিনের মাথায়  সেকেন্ড ডোজ পাবেন।