নিজস্ব প্রতিবেদন: কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে রাজ্য। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যের পরিস্থিতিও ভয়াবহ। মৃত্যুতেও লাগাম টানা যাচ্ছে না। সরকারি হাসপাতালে বেড মেলা ভার। সর্বত্র চলছে কালোবাজারি। অক্সিজেন থেকে ওষুধ, কোনওকিছুই সবসময় সোজাপথে মিলছে না। চারিদিকে শুধুই হাহাকার। এহেন অবস্থায় টিকা নিতে ছুটছেন সকলে। কোউইন অ্যাপের দারস্থ হচ্ছেন সাধারণ মানুষ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'সবসময় ঝড় বইবে না, সামলে উঠতে হবেই' Sayantika-র বার্তায় মজে নেটিজেনরা


কোউইন অ্যাপ এমন এক অ্যাপ যেখানে রেজিস্ট্রেশন করলেই মিলবে ভ্যাকসিন। আর সেই অ্যাপের ড্যাশবোর্ড এবার প্রকাশ করল টিকা গ্রহণের পরিসংখ্যান। যেখানে দেখা যাচ্ছে রাজ্যের এক নম্বরে রয়েছে কলকাতা। প্রথম স্ট্রেনের পর দ্বিতীয় স্ট্রেন আরও ভয়াবহ আকারে আছড়ে পড়েছে বিভিন্ন শহরে। আর তাই সকলেই ভয়ে পেয়ে টিকার খোঁজে বেরিয়ে পড়েছেন। টিকার যোগান নিয়ে সমস্যা হলেও তা সামলে নিয়েছে সব রাজ্য। ৩৫.৮ শতাংশ মানুষ টিকা নিয়েছেন মহানহরের বুকে। টিকাকরণের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে আমেদাবাদ, সেখানে ২৭ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। এরপরই তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। ২৪.৮ শতাংশ মানুষ টিকা নিয়েছেন সেখানে।


আরও পড়ুন: ভারতের ফ্রন্টলাইন ওয়ার্কারদের পাশে Varun Dhawan, নিলেন নতুন পদক্ষেপ


টিকাকরণের ক্ষেত্রে চেন্নাই, দিল্লি ও মুম্বইয়ের বাসিন্দার হারও কম নয়। চেন্নাই ও মুম্বইবাসীদের ২৩.৮ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। সংক্রমণ লাগাম ছাড়া হওয়ার পরও মাত্র ২১.শতাংশ দিল্লিবাসীর টিকা নেওয়া হয়েছে। সবমিলিয়ে করোনার ভয়ে ত্রস্ত হয়ে টিকা গ্রহণে তৎপর রাজ্যবাসী।