নিজস্ব প্রতিবেদন: কাটমানি ফেরত না দেওয়ায় তৃনমূল কংগ্রেস পরিচালিত গ্রামপঞ্চায়েত অফিসে ব্যাপক ভাঙচুর চালাল সিপিএম। মহিলা পঞ্চায়েত প্রধানকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল হামলাকারীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের পণ্ডিতপোঁতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। অভিযুক্তদের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অভিযোগ, কাটমানি ফেরতের দাবিতে গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম আটকে দিয়েছে সিপিএম। বুধবার বিকেলে একদল দুস্কৃতী আচমকাই পণ্ডিতপোঁতা ২ গ্রাম পঞ্চায়েতের অফিসে ঢুকে ভাঙচুর চালায়। অফিসের টেবিল চেয়ার, ফটোকপি মেশিন ভাঙচুর করে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ফাইল ও কাগজপত্র ছিঁড়ে ফেলে তারা। গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজি বেগম বাধা দিতে গেলে তাঁকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে হামলাকারীরা। গতকালই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান পঞ্চায়েত প্রধান। ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পঞ্চায়েত প্রধান রাজি বেগম হামলাকারীদের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ 


কোন্নগরে অধ্যাপক নিগ্রহকাণ্ডে অভিযুক্ত কাউন্সিলর তন্ময় দেব প্রামাণিককে শোকজ তৃণমূলের 


ঘটনার দায় অস্বীকার করেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। তাদের দাবি, নিছকই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে ভাঙচুর হয়েছে পঞ্চায়েত দফতরে। ঘটনায় সিপিএমের কেউ জড়িত নয়।  ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।