মৌমিতা চক্রবর্তী: বরানগরে প্রার্থী ঘোষণা, বারাসাতে প্রার্থী বদল। বুধবার ছিল বামেদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন। একবার ঘোষণা হয়ে যাওয়ার পরেও বারাসাত লোকসভা কেন্দ্রে বদলে গেল ফরোয়ার্ড ব্লকের প্রার্থী। অন্য দিকে বরানগর বিধানসভার উপনির্বাচনের অবশেষে ঘোষণা করা হল বামেদের প্রার্থীর নাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার জানানো হয় যে বরানগরে সজল ঘোষ আর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের মাঝেই বামেদের হয়ে মাঠে নামছেন তন্ময় ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমি বরানগরের ঘরের ছেলে। আমার জন্ম বরানগরে, আমার ছেলেবেলা বরানগরে। আমার প্রাথমিক শিক্ষা বরানগরে। আমার গোটা ফুটবল জীবন বরানগরের মাঠে মাঠে... বরানগরের অলিগলি আমি চিনি, বরানগরের বেশিরভাগ মানুষ আমায় চেনে। বরানগর একজন ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে পেয়েছে।’


আরও পড়ুন: Rachna-Locket: তারকা যু্দ্ধ! দু'জনের সম্পর্কের সমীকরণ কেমন? রচনা-লকেট বললেন...


তন্ময় ভট্টাচার্য এর আগে উত্তম দমদমের বিধায়ক ছিলেন। ২০১৬ সালে তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যকে হারিয়ে জয় পান তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে ফের উত্তম দমদমেরই প্রার্থী হলেও চন্দ্রিমার কাছে হেরে যান তিনি।


অন্যদিকে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী বদল করেছে ফরওয়ার্ড ব্লক। এর আগে যে প্রার্থী নাম ঘোষণা করা হয়েছিল সেই প্রার্থীর সঙ্গে বিজেপি যোগ থাকার কথা শোনা যায় এরপরেই প্রার্থী বদল করে ফরোয়ার্ড ব্লক।


আরও পড়ুন: Suvendu Adhikari: গুরুংকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে শুভেন্দু, 'ফাঁকা মাঠ' কটাক্ষে বিঁধলেন মমতাকে!


প্রবীরের বদলে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায়কে।


সঞ্জীব চট্টোপাধ্যায় বারাসত পুরসভার তিন বারের কাউন্সিলর ছিলেন। ২০০৫, ২০১০ এবং ২০১৫ সালে তিনি বারাসাত পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন। তিনি বারাসাত পুরসভার ভাইস চেয়ারম্যানও ছিলেন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)