নিজস্ব প্রতিবেদন : ভোটের মুখে দফায় দফায় উত্তপ্ত বীরভূম। একদিকে বিজেপি কার্যালয়ে যখন তৃণমূলের হামলার অভিযোগ, ঠিক তখনই উল্টোদিকে শাসকদলের পতাকা পোড়ানোর অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের কুখুটিয়া গ্রামে। শুক্রবার কুখুটিয়া গ্রামের আড়াইশো পরিবার বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দেয়। এরপরই তাঁদের বাড়িতে হামলা চালায় বিজেপি ও সিপিআইএম কর্মী, সমর্থকরা। পুড়িয়ে দেওয়া হয় শাসকদলের পতাকা।   


আরও পড়ুন, বিজেপি কার্যালয়ে ভাঙচুর তৃণমূলের, উত্তেজনা ইলামবাজারে


এদিন সকালে কুখুটিয়া গ্রামের ভূত ঘরে দেখা যায় ১১ খানা তৃণমূলের পতাকা পোড়া অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনায় সিপিআইএম ও বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম ও বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, সাত দফা লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ২৯ এপ্রিল সোমবার বীরভূমে ভোট। বীরভূমের ২টি কেন্দ্র বোলপুর ও বীরভূমে ভোটগ্রহণ হবে সেদিন।