চম্পক দত্ত: দুয়ারে সরকার শিবিরে উপভোক্তাদের সহযোগিতায় সিপিআইএম নেতা, কর্মীরা। সোমবার এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর হাইস্কুলে। এই স্কুলে সরকার ঘোষিত নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে আয়োজন করেছে দাসপুর-১ ব্লক প্রশাসন। এই শিবির থেকে সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্যভাতা, বিধবা ভাতার মতো আরও একাধিক সরকারি প্রকল্পে নাম নথিভুক্তিকরণ থেকে বিভিন্ন সরকারি পরিষেবা সরাসরি প্রদান করা হচ্ছে। নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে ৩৭ টি প্রকল্প রাখা হয়েছে, শিবিরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিবির পরিদর্শন করে তা তত্বাবধানে ব্লকের বিডিও। অপরদিকে দাসপুরের পার্বতীপুর হাইস্কুলে দুয়ারে সরকার এই শিবিরেই রীতিমতো খাতা কলম হাতে সাধারণ মানুষের সাহায্যে শিবির খুলে বসে থাকতে দেখা গেল সিপিআইএম এর দাসপুর কলোড়া এরিয়া কমিটির সদস্যদের। কলম হাতে দুয়ারে সরকার শিবিরে সিপিআইএম এর শিবিরে বসে সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে আসা সাধারণ মানুষের ফর্ম ফিলাপ থেকে তাদের সরকারি প্রকল্পের খুঁটিনাটি বুঝিয়ে দিতে দেখা গেল কলোড়া এরিয়া কমিটির সদস্য তথা দাসপুরের প্রবীণ সিপিআইএম নেতা গণেশ সামন্তকে। 


আরও পড়ুন:Terrible Road Accident: মহাকুম্ভে পুণ্যস্নান করে ফিরছিলেন! রাস্তায় ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ শিশু-সহ দম্পতি...


দুয়ারে সরকার শিবিরে বাম নেতাকর্মীদের উপস্থিতি এবং শিবির করে সাধারণ মানুষকে সহযোগিতা প্রসঙ্গকে দাসপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল ভৌমিক স্বাগতই জানিয়েছেন। তিনি বলেন, 'এটাই আমাদের মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য, দলমত নির্বিশেষে সকলেই এখানে অংশগ্রহণ করছেন, সবার কাছে তিনি পৌঁছে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আছে বলে এখানে শুধু তৃণমূল কংগ্রেসের লোকজন পরিষেবা নেবে তা নই। এখানে সমস্ত দলের মানুষ পরিষেবা নেওয়ার জন্য আসছেন এটাই আমাদের মুখ্যমন্ত্রীর অনন্য প্রয়াস।' 


যদিও দুয়ারে সরকার শিবিরে বাম নেতাদের উপস্থিতি প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মিলেনি। তবে সরকারি প্রকল্প কোনও রাজনৈতিক দলের নয়, জনগণের স্বার্থে নেওয়া সরকারি শিবিরে বামেদের শিবির করা কোনো অন্যায়ের নয়। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্যই বাম নেতাদের উপস্থিতি এমনটাই সিপিআইএম নেতৃত্বের দাবি। অতীতে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো সরকারি প্রকল্পকে কটাক্ষ করতে শোনা গিয়েছে বিরোধীদের তরফে, এই দুয়ারে সরকার শিবির নিয়েও বিস্তর অভিযোগ কটুক্তি করা হয়েছিল বিরোধীদের থেকে। সরকারি সেই দুয়ারে সরকার শিবিরে বামেদের ক্যাম্প করে বসে উপভোক্তাদের সহযোগিতার ছবি ব্যতিক্রমী বলেই মনে করছে অনেকে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)