নিজস্ব প্রতিবেদন: ১৪৪ ধারা ভেঙেই আমডাঙায় ঢুকবে সিপিএম নেতৃত্ব। একই সঙ্গে আমডাঙার ঘটনায় উত্তর ২৪ পরগনার এক অতিরিক্ত পুলিস সুপারের বিরুদ্ধে নাম করে আদালতে মামলা দায়ের করবে দল। শুক্রবার আলিমুদ্দিনে এক জরুরি বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দীর্ঘদিন পর এদিন আলিমুদ্দিনের বৈঠকে হাজির ছিলেন সিপিএমের উত্তর ২৪ পরগনা প্রাক্তন জেলা সম্পাদক গৌতম দেব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে গত ২৮ অগাস্ট রাতে উত্তর ২৪ পরগনার আমডাঙার বহিসগাছি, বড়গাছা ও তারাবেড়িয়া গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল - সিপিএম সংঘর্ষে মৃত্যু হয় ৩ জনের। এর পর তাদের দলের মোট ৪৪ জন নেতা ও কর্মীকে গ্রেফতার হয়েছে বলে অভিযোগ সিপিএমের। সিপিএমের দাবি, এদের সবাইকে গ্রেফতার দেখাচ্ছে না পুলিস। গ্রেফতার বাম কর্মী-সমর্থকদের বিভিন্ন থানায় রেখে নির্যাতন চালাচ্ছে পুলিস। সেই প্রমাণও বাম নেতৃত্বের হাতে এসেছে বলে জানা গিয়েছে।  


গত সোমবার আমডাঙায় সভা করতে যায় সিপিএম নেতৃত্ব। কিন্তু আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে তাদের সেখানে ঢুকতে দেয়নি পুলিস। যদিও বুধবার সেখানে সভা করেছে তৃণমূল। 


ওই ঘটনায় ইতিমধ্যে অপসারণ করা হয়েছে আমডাঙা থানার আইসি মানস দাস ও উত্তর ২৪ পরগনার ডিএসপি (সদর) কল্যাণ রায়কে। 


সোমবার ১২ ঘণ্টার বনধে পথে নামবে সিপিএম, তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়লেন সূর্য


শুক্রবার আমডাঙা নিয়ে আলিমুদ্দিনে দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিস সুপার অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দল। মামলা হবে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধেও। আগামী সপ্তাহেই হাইকোর্টে মামলা দায়ের হবে বলে জানানো হয়েছে। 


ওদিকে আগামী সপ্তাহেই আমডাঙায় ঢুকবে সিপিএমের প্রতিনিদল। আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে তারা আমডাঙায় যাবেন বলে জানিয়েছে সিপিএম নেতৃত্ব। বাম পরিষদীয় দলকেও বৈঠকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আমডাঙায় ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরাতে কাজ করবেন তারা। আমডাঙায় আহত কর্মীদের চিকিত্সার যাবতীয় খরচ সিপিএম যোগাবে বলে সিদ্ধান্ত হয়েছে।