Redvolunteers Day: রেড ভলান্টিয়ার্স ডে পালন করবে সিপিএম, জানেন কবে?
মতামত উঠে এল পার্টি কংগ্রেসে।
নিজস্ব প্রতিবেদন: ' ২২ এপ্রিল রেড ভলান্টিয়ার ডে পালন করুন'। মতামত উঠে এল পার্টি কংগ্রেসে। তোড়জোড় শুরু হল সিপিএমের অন্দরে।
তখন রাজ্যে করোনা সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। মানুষের পাশে দাঁড়িয়েছিলেন একদল তরুণ-তরুণী। তাঁরা সকলেই সিপিএম কর্মী-সমর্থক। বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলেন অক্সিজেন। অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। পোশাকি নাম, 'রেড ভলান্টিয়ার্স'। দলমত নির্বিশেষে এই 'রেড ভলান্টিয়ার্স'দের কর্মকাণ্ড নজর কেড়েছিল রাজ্যবাসী।
আরও পড়ুন: Panskura: প্রধানশিক্ষকের বদলি রুখতে স্কুলে ক্ষোভ, কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা
এই 'রেড ভলান্টিয়ার্স'দের কেন দলের মূলস্রোতে আনা গেল না? সিপিএমের পার্টি কংগ্রেসে বাংলার নেতাদের বিরুদ্ধে সোচ্চার হলেন প্রকাশ কারাত। নিজেদের ব্যর্থতা কার্যত স্বীকার করে নিল আলিমুদ্দিনও। দলের মহিলা, যুব-ছাত্রীদের আরও গুরুত্ব দেওয়ার দাবি উঠল। এর আগে সিপিএমের রাজ্য সম্মেলনেও রেড ভলান্টিয়ারদের দলে টানতে বার্তা দিয়েছিলেন প্রকাশ কারাত।
আরও পড়ুন: Nadia Skeleton: মায়ের মৃত্যুতে নির্বিকার মেয়ে! বাড়িতে মিলল কঙ্কাল